ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী

December 12 2019, 11:15

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তার ভারত সফর বাতিল করেছেন। ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তার ভারত সফরের সূচী ছিলো। ভারতের পার্লামেন্টে বুধবার বিতর্কিত নাগরিকত্ব বিল উত্থাপনের পর যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার মধ্যেই তিনি এই সফর বাতিল করলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লিতে পৌঁছে ইন্ডিয়ান ‘ওসেন মিট অ্যান্ড দিল্লি ডায়লগ’এ অংশ নেয়ার কথা ছিলো।

এএনআই’র কাছে আব্দুল মোমেন বলেছেন, ‘বুদ্ধিজীবী দিবস’ এবং ‘বিজয় দিবস’র বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যই এই সফর বাতিল করতে হয়েছে। তাছাড়া আমাদের প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিব দেশে নেই। তারা এখন দ্যা হেগে অবস্থান করছেন।’

আব্দুল মোমেন বলেন, ‘সবকিছু বিবেচনা করে সফর বাতিল করে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। যাহোক, আগামী জানুয়ারি আমি অন্য একটি বৈঠকে যোগ দেয়ার জন্য ভারতে যাবো। তবে আমি আমার ডিজিকে চলতি বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্র : ইন্ডিয়া টুডে