ভারতে ৪০ কোটি মুসলমানের জীবন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া হয়েছে : হাসান সরকার
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, এই উপমহাদেশে মুসলমান শাসকরা দীর্ঘ দিন রাজত্ব করেছেন। তারা হিন্দুদের ওপর জুলুম নির্যাতন করলে বা জোরপূর্বক ধর্মান্তরিত করলে ভারতীয় উপমহাদেশে কোনো হিন্দুর অস্তিত্ব থাকতো না। হিন্দুদের সাথে ঐক্যবদ্ধভাবে বৃটিশ বিরোধী আন্দোলনেও মুসলমানরা অগ্রণী ভূমিকা রেখেছেন। কিন্তু আজকে পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারতের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা উগ্র হিন্দুত্ববাদী মতবাদ তৈরি করে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে। তারা ভারতের ৪০ কোটি মুসলমানের জীবন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।
তিনি বৃহস্পতিবার সকালে টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হত-দরিদ্র সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- স্থানীয় ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতিক, মহানগর বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজু, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. স্বপন, সহ-তাঁতী বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন ফরাজি, মহানগর যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
হাসান উদ্দিন সরকার আরো বলেন, পবিত্র কোরআনের কোথাও অন্য সম্প্রদায়ের ওপর জুলুম নির্যাতনের কথা বলা হয়নি, বরং জুলুম নির্যাতন প্রতিরোধের কথা বলা হয়েছে। ভারতে মুসলমানরা নির্যাতিত হলেও বাংলাদেশে হিন্দুদের ওপর কোন জুলুম নির্যাতন হতে দেব না। তাদের ওপর কেউ জুলুম নির্যাতন চালালে আমরা রুখে দাঁড়াবো।
তিনি বলেন, মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই। মুসলিম-হিন্দু সবার শরীরেই শীত লাগে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ইবাদতের শামিল। আর তাই সামর্থবান মানুষকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।