ভারতে ভয়াবহ হারে বাড়ছে করোনার সংক্রমণ
লকডাউনের মধ্যেও যে হারে গোটা ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে তাতে এভাবে চলতে থাকলে লকডাউন শেষ হতে না হতেই ওই মারণ রোগে আক্রান্তের সংখ্যা ১৭,০০০ ছাড়িয়ে যাবে, এমন ভয়ের পরিসংখ্যানই দিচ্ছেন সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে প্রতি চার দিন অন্তর দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা। এই লকডাউন শেষ হবে আগামী ১৪ এপ্রিল। সরকারি পরিসংখ্যান অনুসারে ভারতে বর্তমানে মোট করোনা আক্রান্ত ৪,৪২১। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ভয়ঙ্কর ওই রোগে মৃত মোট ১১৪ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, ১৫ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতি পাঁচ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, কিন্তু সেই হারই হঠাৎ করে বেড়ে গেছে গত ২০ থেকে ২৩ শে মার্চের মধ্যে। এরপর দেখা যাচ্ছে, ২৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ওই সংক্রমণের হার কিছুটা কমেছে। ওই সময় প্রতি ৬ দিন অন্তর করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে সংক্রমণের হার বেড়ে গেছে। ২৯মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রতি ৪ দিনে ওই মারণ রোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
সূত্র : এনডিটিভি