ভারতে করোনা আক্রান্ত ১৫ হাজার ছাড়ালো, মৃত ৫০৭

April 19 2020, 08:40

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৭ জনের।

রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।

জানানো হয়, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭০৭। গত ২৪ ঘণ্টায় আক্রা‌ন্ত হয়েছেন ১ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ২৭ জন।

শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার বাসভবনে মন্ত্রীদের সাথে একটি বৈঠক করেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ত্রাণ দিতে মন্ত্রক কী ভূমিকা নিতে পারে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

কয়েক দিন আগে প্রধা‌নমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী ২০ এপ্রিলের পর সংক্রমণ দেখা যায়নি, এমন স্থানে কিছু কিছু আর্থিক সক্রিয়তা শুরু করা হবে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে নর্থ ব্লকে ওয়ার রুমে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করেন।