ভারতের এ কী হাল!

October 19 2019, 21:06

South Africa's Anrich Nortje, left, celebrates the dismissal of India's captain Virat Kohli, right, during the third and last cricket test match between India and South Africa in Ranchi, India, Saturday, Oct. 19, 2019. (AP Photo/Aijaz Rahi)

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি জিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আজ সকালে মাঠে নেমেছিল ভারত। টস জিতে তাই ব্যাট করতে নামে তারা। কিন্তু দ্রুতই তিন উইকেট হারিয়ে ফেলে বিরাট অ্যান্ড কোং। এই ভারতের সাথে আগের দুই ম্যাচ জেতা দলটির ফারাক অনেক। ওই দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। অথচ আজ ভারতের এ কী হাল!

সকালে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিং শুরুতেই দুই ভারতীয় ব্যাটসম্যানকে ঘায়েল করে। ১৬ রানেই সাজঘরে ফিরিয়েছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও চেতশ্বর পূজারাকে।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক বিরাট কোহলি। ওপেনার রোহিত শর্মার সাথে জুটি বাধেন। কিন্তু দলে বেশি রান যোগ না করেই এনরিক নরট জি’র শিকার হয়ে ফিরে যান। মাত্র ১২ রান করেন ভারত অধিনায়ক।

এখন রোহিতের সাথে ক্রিজে আছেন আজিঙ্ক রাহানে। দলের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান।