ভাণ্ডারিয়ায় টেম্পু উল্টে কলেজছাত্র নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টেম্পু উল্টে মো: হাসান হাওলাদার (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার সকালে ভাণ্ডারিয়ার-বানাই সড়কের কানুয়া সরকারি পুকুরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই কলেজছাত্র পাশের ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের জুয়েল আহম্মেদ হাওলাদারের ছেলে। তিনি ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, ওই কলেজছাত্র বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মায়ের সাথে করে ভাণ্ডারিয়া উপজেলার নানা বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ভাণ্ডারিয়ার বানাই সড়কের কানুয়া সরকারি পুকুরের কাছে গিয়ে টেম্পুটি হঠাৎ উল্টে যায়। এতে ওই কলেজছাত্র গুরুতর আহত হন।
পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আলী আজম জানান, ওই কলেজছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।