বড়াইগ্রামে জোড়ালাগা জমজ শিশুর জন্ম
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার আটুয়া গ্রামে জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন আদরী বেগম (৩২) নামের এক গৃহবধূ।
আজ সোমবার সকালে স্থানীয় ধাত্রীর মাধ্যমে ওই গৃহবধূর ডেলিভারী করানো হয়। গৃহবধূ আদরী বেগম আটুয়া গ্রামের তাজেল হোসেনের স্ত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদ্য ভূমিষ্ঠ শিশু দুটি সুস্থ আছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেন জানান, ভূমিষ্ঠ শিশু দুটির দেহ পেছনের দিক থেকে কোমড়ের কাছে পরস্পর জোড়া লাগানো। তাদের উভয়ের একটি প্রস্রাবের অঙ্গ ও মল ত্যাগের জন্য একটি পায়ুপথ রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ পৃথক রয়েছে। শিশু দুটি সুস্থ থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতি মা অসুস্থ হয়ে পড়েছেন। প্রসূতি আদরী বেগমের অবস্থার অবনতি হলে দুপুরে জমজ শিশু দুটিসহ তাকে নাটোর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।