ব্রিটেনে সংখ্যালঘু সম্প্রদায়ের ডাক্তার কেন বেশি মারা গেছেন : তদন্তের দাবি

April 12 2020, 01:42

ব্রিটেনে জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস-এ কর্মরত ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা কোভিড নাইনটিনে মারা গেছেন তাদের বেশিরভাগই সংখ্যালঘু জাতিগত সম্প্রদায়ের বংশোদ্ভুত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

মৃত স্বাস্থ্যকর্মীরা অধিক সংখ্যায় এথনিক মাইনরিটির এ খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে ১৯ জন এনএইচএস কর্মী মারা গেছেন। এদের মধ্যে প্রথম যে দশজন ডাক্তারের মৃত্যুর খবর দেয়া হয়েছে তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের।

ব্রিটেনে চিকিৎসকদের সমিতি ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে।

বিএমএ বলেছে এটা কাকতালীয় বলে মেনে নেয়া কঠিন হচ্ছে, কারণ তুলনামূলক হিসাবে এত বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছে।

তাই তদন্ত করে দেখা উচিত এই ভাইরাস থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের (কৃষ্ণাঙ্গ, এশিয়ান ও অন্যান্য সংখ্যালঘু) মানুষের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি কিনা, দাবি করেছেন বিএমএর সভাপতি ডা. নাগপল।

প্রথম যে দুজন ডাক্তার মারা যান তারা ছিলেন সুদানী বংশোদ্ভুত ব্রিটিশ চিকিৎসক।
সূত্র : বিবিসি