ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

March 27 2020, 14:09

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইংল্যান্ডের মেডিক্যাল অফিসের প্রধান অধ্যাপক ক্রিস উইটির পরামর্শে পরীক্ষার পর তার টেস্ট পজেটিভ হয়।
তবে এখনো তিনি সরকারে দায়িত্বে থাকছেন এবং ডাউনিং স্ট্রিটেই আইসোলেশনে অবস্থান করবেন।
জনসন এক টুইটে বলেন, গত ২৪ ঘণ্টায় তার মধ্যে করোনাভাইরাসের মৃদু লক্ষণ দেখা গেছে। তার টেস্টের ফল পজেটিভ দেখা গেছে।

জনসনকে গত বৃহস্পতিবার রাতে সর্বশেষ প্রকাশ্যে দেখা গেছে। ওই সময় তিনি এনএইচএস স্টাফকে ধন্যবাদ দিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে করতালি দেন।
ব্রিটেনে ১১,৬০০-এর বেশি করোনা ভাইরাস রোগী পাওয়া গেছে। ইতোমধ্যেই মারা গেছে ৫৭৮ জন।

এর আগে ৭১ বছর বয়স্ক প্রিন্স চার্লসের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
বিবিসি