ব্রাহ্মণবাড়িয়ার ৩০০ কেজি ওজনের মাখন মিয়ার মৃত্যু
অস্বাভাবিক ওজন নিয়ে জীবনযুদ্ধে হেরে অবশেষে পৃথিবী থেকে চির বিদায় নিলেন ৩০০ কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন মাখন মিয়া। মাখন পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে। অস্বাভাবিক ওজনের কারণে জীবনযুদ্ধে হেরে ৪০ বছর বয়সেই চির বিদায় নিলেন তিনি।
মাখনের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত মাখনের শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়। সোমবার তার অবস্থা আরও খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকেরা৷ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মাখনকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে মাখন মিয়া দুই সন্তান, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মাখনের ছোট ভাই সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, প্রচুর শ্বাসকষ্ট ও হৃদরোগে কারণে মাখনের মৃত্যু হয়েছে। ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিল মাখন ভাই। তারপর হঠাৎ বাড়তে থাকে ওজন। ২০০ কেজি পর্যন্ত মাপার যন্ত্র ছিল। তারপর আর ওজন মাপার যন্ত্র না থাকায় ধারণা করেই ৩০০ কেজি বলতে হচ্ছে। অস্বাভাবিক মোটার কারণে ভালো কোন চিকিৎসার ব্যবস্থাও করতে পারিনি। আর অস্বাভাবিক ওজনের কারণও নির্ধারণ করতে পারেননি ডাক্তাররাও।