ব্রাজিলে করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়ালো

July 11 2020, 06:27

দৈনিক মৃত্যু স্থিতিশীল রয়েছে ব্রাজিলে। আক্রান্ত ও মৃতের হিসাবে দ্বিতীয় শীর্ষ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০০ জন মারা গেছেন। তাতে লাতিন আমেরিকার দেশটিতে মোট মৃত্যু ৭০ হাজার পেরিয়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, ব্রাজিলে মহামারি শুরুর পর শনিবার পর্যন্ত ৭০ হাজার ৪০০ জন মারা গেছেন কোভিড-১৯ রোগে।

একই সময়ে আরও ৪৫ হাজার নতুন করে রোগী শনাক্ত হয়েছে, তাতে মোট আক্রান্ত ১৮ লাখ ছাড়িয়েছে।

গত ৩৫ দিন ধরে সাও পাওলো ও রিও ডি জেনেইরো রাজ্যে মৃত্যু হার দ্বিগুণ। সাও পাওলোতে ১৭ হাজার ৪০০ ও রিওতে ১১ হাজার ২০০ জন মারা গেছেন।

গত পাঁচ সপ্তাহের চার সপ্তাহতে ব্রাজিলে গড়ে দৈনিক ১ হাজার জনের মৃত্যু হয়েছে।

করোনাকে সাধারণ ফ্লু আখ্যা দিয়ে সমালোচিত হওয়া প্রেসিডেন্ট জাইর বোলসোনারো গত মঙ্গলবার আক্রান্ত হন। অবশ্য তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে প্রেস অফিস। ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নেওয়অর কথা জানান ৬৫ বছর বয়সী প্রেসিডেন্ট এবং বলেছেন, ‘তা কাজ করেছে।’