বেনা‌পোল দি‌য়ে দে‌শে ফি‌রে‌ছে আরো ৬৬ জন বাংলা‌দেশী

April 18 2020, 13:42

ভ‌ার‌তে বি‌ভিন্ন সম‌য়ে চি‌কিৎসা ও বেড়া‌তে গিয়ে ক‌রোনাভাইরা‌সের কারণে আটকে পড়াদের ম‌ধ্যে আরো ৬৬ জন বাংলা‌দেশী নাগ‌রিক দেশে ফিরেছেন। শনিবার বেনা‌পোল চেক‌পোষ্ট দি‌য়ে প্রবেশ করলে তাদের প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টোই‌নে রাখা হ‌য়ে‌ছে।

সারা বি‌শ্বে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত ৬ এপ্রিল সরকার ঘোষণা দেয় বিদেশ থেকে যারা দেশে ফিরবে তারা সংশ্লিষ্ট ইমিগ্রেশনের নিকটে কোন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। এই ধারাবাহিকতায় ভারত থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফি‌রে‌ছে ৬৬ জন নারী পুরুষ ও শিশু।

ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কেন্দ্রে। শ‌নিবার বেলা ৯ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত এ পথে ভারত থেকে আটকে পড়া চিকিৎসা ও ভ্রমণ শেষে দেশে ফেরা ৬৬ জন নারী পুরুষ ও শিশুকে য‌শো‌রের ঝিকরগাছা থানার গা‌জির দরগাহ মাদ্রাসায় কোয়া‌রেন্টাই‌নে নি‌য়ে গে‌ছেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ফেরত আসাদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদের ‌সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকর্মীরা নির্দিষ্ট গন্তব্য নিয়ে গে‌ছেন।

শার্শা উপজেলা নির্বাহী অ‌ফিসার পুলক কুমার মন্ডল জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হচ্ছে। শনিবার যে ৬৬ জন যাত্রী এসেছে এদের আমরা যশোর-বেনাপোল মহাসড়কের গাজিরদরগাহ নামক একটি মাদ্রাসায় রাখা হ‌য়ে‌ছে। সেখানে এরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রামক ধরা না পড়ে সরাসারি বাড়ি চলে যাবে।