বৃষ্টির বাধায় বিলম্বিত বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-২০

January 27 2020, 10:51

বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০। নির্ধারিত সময়ে টসও করা সম্ভব হয়নি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এর আগে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ৫ উইকেটে ও দ্বিতীয়টিতে ৯ উইকেটে জয় পায় পাকিস্তান। তাই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে পাকিস্তান। তৃতীয় ম্যাচটা তাই বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে পরিণত হয়েছে।

দ্বিতীয় ম্যাচ শেষে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো সিরিজের শেষ ম্যাচে দলে আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন সফরে আসা প্রতিটি খেলোয়াড়কেই তিনি ব্যবহার করতে চান। তার সে ইচ্ছা পূরণ হতে যাচ্ছে বলেই জানা গেছে। পাকিস্তানের বিপক্ষে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে তিনটি পরিবর্তন আসতে পারে একাদশে। অভিষেক হতে পারে পেসার হাসান মাহমুদের।

পিটিভি স্পোর্টস ও সনি ইএসপিএন চ্যানেলে সরাসরি দেখা যাবে পাকিস্তান-বাংলাদেশ তৃতীয় টি-২০ ম্যাচ।