বুলবুলের তাণ্ডবে পশ্চিমবঙ্গ লণ্ডভণ্ড

November 10 2019, 02:21

আয়লার স্মৃতি ফিরিয়ে আনল বুলবুল। বঙ্গোপসাগরের উত্তরপশ্চিম অংশে সৃষ্টি হয়ে এই অতি প্রবল ঘূর্ণিঝড় ঘণ্টায় ১১ কিমি গতিবেগে ধেয়ে আসে উত্তর-পূর্ব দিকে। শনিবার রাত সাড়ে আটটা তেকে সাড়ে এগারোটা অবধি সর্বোচ্চ ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে বুলবুল বয়ে যায় সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের ধানচি জঙ্গল সংলগ্ন অঞ্চল দিয়ে। স্থলভাগে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তিক্ষয় করলেও এর তাণ্ডবলীলা থেকে রেহাই পায়নি পশ্চিমবঙ্গ।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ লণ্ডভণ্ড হয় বুলবুলের তাণ্ডবে। আবহাওয়াবিদদের ধারণা, ক্রমশ শক্তি হারিয়ে বুলবুল দক্ষিণ ২৪ পরগনার উপর দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশের খেপুপাড়ায় ঢুকে। ফলে রোববারও দুই পরগনা এবং বাংলাদেশের উপকূলবর্তী অংশে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা আছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা