বুধবার দেশে ফিরবে জুনিয়র টাইগাররা
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়েছে যুবা টাইগাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলির দল। এবার দেশে ফেরার পালা।
ফাইনাল ম্যাচ হয়ে গেলেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফেরার জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে জুনিয়র টাইগারদের। সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
শিরোপা সাথে নিয়ে মঙ্গলবার রাতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে শরিফুল-তানজিমরা। প্রায় ১২ ঘণ্টার যাত্রা শেষে পরদিন সকালে দেশের মাটিতে পা রাখবেন তারা।