বিয়ের একদিন আগে ইডেন কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

January 03 2020, 15:57

ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী মাগুরা শহরের কলেজপাড়ায় নিজ বাড়িতে বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মৃত মিতু (২১) মুদি দোকানদার বাবুল আক্তারের মেয়ে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, দিন ১৫ আগে মিতু ঢাকা থেকে মাগুরায় ফিরেছে। শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। তার একদিন আগে বৃহস্পতিবার বাড়ির অন্যান্যরা ঘুম থেকে উঠলেও মিতু দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিল। তার মা ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ফ্যানের সাথে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সূত্র : ইউএনবি।