বিয়ের আগের দিন পালিয়েছে মেয়ে, মায়ের আত্মহত্যা
বড় মেয়ে মাহফুজার বিয়ের জন্য শুক্রবার আয়োজন চলছিল যশোরের মণিরামপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের প্রবাসী হোসেন আলীর বাড়িতে।
এর আগেই বৃহস্পতিবার বিকালে বাড়ি ছেড়ে পালিয়ে যান মাহফুজা। এই ঘটনায় বিষপানে আত্মহত্যা করেছেন মাহফুজার মা ও মালয়েশিয়া প্রবাসী হোসেন আলীর স্ত্রী হালিমা বেগম (৩৪)।
হালিমা বেগম তিন কন্যা সন্তানের জননী। বৃহস্পতিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মাহাবুর রহমান বলেন, ‘কয়েকমাস আগে একই উপজেলার বাকোশপোল গ্রামে বিয়ে হয় মাহফুজার। সেখানে অশান্তি হওয়ায় তিন-চার মাস আগে মেয়ের তালাক নেন হোসেন আলী। এরপর অন্যত্র তার বিয়ে ঠিক করা হয়। শুক্রবার বিয়ের দিন ধার্য করা ছিল। কিন্তু আগের স্বামীর কাছে ফিরে যেতে ইচ্ছা পোষণ করে বিয়েতে অমত দেয় মাহফুজা। এই নিয়ে বাবা-মায়ের সাথে মতবিরোধ চলছিল তার।’ সূত্র: ইউএনবি