বিহারে গাড়ি-ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

March 07 2020, 08:37

ভারতের বিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত হয়েছেন আরো চারজন। শনিবার বিহারের মুজফফরপুরের কান্তি পুলিশ স্টেশন এলাকায় একটি গাড়ির সাথে ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের মধ্যে অনেকের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। গত মাসেও বিহারের দ্বারভাঙা ও রোহতাস জেলার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়।

দ্বারভাঙার কাকরাঘাটি গ্রামে ৫৭ নম্বর জাতীয় সড়কের ওপরে রোড ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় একটি গাড়ি। মৃত্যু হয় একই পরিবারের তিনজনের। রোহতাসের ঘটনায় কমলালেবু ভর্তি ট্রাকের সাথে ধাক্কা লাগে একটি বাসের। মৃত্যু হয় চারজনের।

বিহারে বারবার এভাবে সড়ক দুর্ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। আরো সতর্ক হয়ে গাড়ি চালানোর জন্য প্রচার অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার পর ঘাতক ট্র্যাক্টরটি জব্দ করা হয়েছে।