বিসিবির সাাথে আলোচনায় টাইগাররা
মিরপুরের বিসিবি কার্যালয়ে আজ রাত সাড়ে নয়টার দিকে বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছেন ধর্মঘটের ডাক দেওয়া ক্রিকেটাররা। অংশ নিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ সব তারকা খেলোয়াড়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন ও অন্যান্য বোর্ড পরিচালকরা আলোচনায় উপস্থিত আছেন।
এর আগে সন্ধ্যায় সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনার জন্য সময় নিয়েছিলেন সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটাররা। সেই সিদ্ধান্তও সাথে সাথেই জানাবেন বলেছিলেন সাকিব। সেখানে সিদ্ধান্ত হয়েছে আজ রাতেই মিরপুরে বিসিবি কার্যালয়ে তারা যাবেন। আলোচনায় বসবেন বোর্ডের সঙ্গে।
এর আগে তিনি যতটা দ্রুত সম্ভব সংকট নিরসনে নিজেদের ইচ্ছার কথা জানিয়ে সাকিব বলেছিলেন, আমরা মনে করি বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতই রয়েছে। বোর্ড কর্মকর্তারা এবং আমরা মিলেই আসলে বিসিবি।
সুতরাং, কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, দুঃখ কিংবা বিরাগ নেই। আমরা কিছু যৌক্তিক দাবি তুলে ধরেছি এবং নিজেদের ঘুচিয়ে নেয়ার জন্য দেড়টা দিন সময় নিয়েছি। এখন আমরা যে কোনো সময় বোর্ডের সঙ্গে বসতে পারি।