বিশ্বে করোনায় আক্রান্ত ৫ কোটি ছাড়িয়ে

November 08 2020, 16:48

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স তাদের নিজস্ব পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, করোনা মহামারির দ্বিতীয় দফা ঢেউ শুরু হওয়ার গত অক্টোবর ছিল সংক্রমণের সবচেয়ে ভয়াবহ মাস। যুক্তরাষ্ট্র প্রথম দেশ যেখানে দৈনিক করোনা আক্রান্ত শনাক্ত এক লাখ ছাড়িয়েছে। বিশ্বে মোট আক্রান্তের ২০ শতাংশের একই সময় ইউরোপে সংক্রমণ বেড়েছে অনেক বেশি। গত সাত দিনে বিশ্বে দৈনন্দিন সংক্রমণের গড় পাঁচ লাখ ৪০ হাজারের বেশি ছিল।

গত বছর ডিসেম্বরে চীনে করোনার প্রাদুর্ভাবের পর বিশ্বে এ পর্যন্ত এক লাখ ২৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ মারা গেছে।

রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ভাইরাস সংক্রমণের গতি ছিল অনেক বেশি দ্রুত। মাত্র ৩২ দিনে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি থেকে চার কোটিতে পৌঁছে গেছে। আর চার কোটি থেকে এই সংখ্যা পাঁচ কোটিতে পৌঁছতে সময় লেগেছে মাত্র ২১ দিন।

অঞ্চলভিত্তিক হিসেবে বিশ্বে করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার ইউরোপ। এই অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ২০ লাখ। বিশ্বে করোনায় মৃত্যুর ২৪ শতাংশই এই অঞ্চলে ঘটেছে। সম্প্রতি এই অঞ্চলটিতে প্রতি তিন দিনে আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করছে। গত সাত দিন ধরে ফ্রান্সে দৈনিক আক্রান্তের গড় ৫৪ হাজার ৪৪০।