বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১১ কোটি

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে। বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি চার লাখ ১৯ হাজার পাঁচশ ৮৪ জন এবং মারা গেছে ২৪ লাখ ৩৯ হাজার আটশ ৪৯ জন।
জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে আট কোটি ৫৩ লাখ ১৪ হাজার আটশ ৪৯ জন।
বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৬৩ জন। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯৬ হাজার ১৬ জনের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান সবার উপরে। তালিকায় এরপর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।