বিএনপি নেতাদের কাছে ভোট চাইলেন আতিকুল

January 28 2020, 09:55

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য নেতাদের কাছে ভোট ও দোয়া চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা দক্ষিণে বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শেষে বের হলে বিএনপি নেতাদের কাছে ভোট চান আতিকুল।

মির্জা ফখরুল আতিকুলকে বলেন, আমি ঢাকা সিটির নয়, ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে সব প্রার্থীর জন্যই দোয়া থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়।

এ সময়ে বিএনপির মহাসচিবের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরো অনেকে ছিলেন। তাদের কাছেও ভোট চান আতিকুল।