বিএনপি কার্যালয়ের গেটে মহিলা দলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যালয় নেতা-কর্মীশূন্য ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা দলের কিছু নেতা কর্মীকে প্রবেশ করতে দেখা যায়।
একপর্যায়ে তারা তাদের দলীয় কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুসকে নিয়ে বেলা সাড়ে দশটার দিকে কার্যালয়ে প্রবেশ করেন। কিছুক্ষণ অবস্থান করার পর দুপুর ১২ টা ৭ মিনিটে তিনি তার সহকারীকে নিয়ে কার্যালয় ত্যাগ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর পৌনে ১টা) বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন।