বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

December 23 2019, 07:07

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি। তবে সেদিন বাংলাদেশের মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে দাবি জানিয়ে দিবসটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। এজন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার দুপুরে এক সংবাদ এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এছাড়া কেন্দ্রীয় কার্যলয়সহ সারা দেশের দলীয় কার্যলয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু, এবিএম মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।