বাসায় অভিযান চালিয়ে গোল্ডেন মনিরকে আটক, দেশি-বিদেশি মুদ্রা-মাদক জব্দ

November 21 2020, 05:29

রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব।

এ সময় তার বাসা থেকে দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার ও মাদক জব্দ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার রাত ১০টার পর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুরু হয় অভিযান। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয় বলে জানা গেছে।
জানা গেছে,গোল্ডেন মনিরের মেরুল বাড্ডার ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে।