বাবার লাশ ঢাকায় নেয়ার চেষ্টা করছি : খোকার ছেলে ইশরাক

November 04 2019, 13:10

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে দেশবাসীর কাছে তার বাবার রুহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, আমার বাবা ৩ নভেম্বর নিউইয়র্ক টাইম ভোররাত ২ টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। আমরা দেশবাসীর কাছে তার রুহের মাগফেলাতের জন্য দোয়া চাইছি। আমার বাবা দির্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউয়র্কে চিটকিৎসাধীন ছিলেন। আমরা পরবর্তীতে তার লাশ ঢাকায় নেয়ার জন্য চেষ্টা করছি। এ লক্ষ্যে আমরা এখানকার কনস্যুলটের সাথে যোগাযোগ করছি। পরিবারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপও নেয়া হচ্ছে।

সবার সাথে যোগাযোগ ও তাদের সাথে কথাও বলেছি। পরবর্তীতে ওনার লাশ দেশে নেয়ার সময়টা কনফার্ম হলে সেটিও সবাইকে জানিয়ে দেব।