বান্দরবানে বন্য হাতির আক্রমণে বৃদ্ধা নিহত

January 29 2020, 06:01

বান্দরবান জেলার লামায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম জোহরা খাতুন (৫৫)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে উপজেলার সরই ইউনিয়নের কালাইয়া পাড়ায়। নিহত জোহরা খাতুন ওই এলাকার কৃষক ফজলুল হকের স্ত্রী। ঘটনার সময় হাতির আক্রমণে ফজলুল হকও আহত হন। এসময় বন্যহাতির পাল আটটি কাঁচা বসতঘর ভাংচুর করে।

লামা থানার ওসি আপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, বুধবার ভোর রাতের দিকে দশ-বারোটি বন্যহাতির পাল উপজেলার সরই ইউনিয়নের কালাইয়া পাড়া ও পার্শ্ববর্তী এলাকায় হানা দেয়। এসময় কৃষক ফজলুল হকের বসত বাড়ি গুঁড়িয়ে দেয় বন্যহাতির পাল। এসময় ঘরে থাকা ফজলুল হকের স্ত্রী জোহরা খাতুন হাতির আক্রমণে ঘটনাস্থলে নিহত হয়। বন্যহাতির পাল এসময় রহমত খোলা এলাকার আট-দশটি কাঁচা ঘরবাড়ি ও বাগান গুঁড়িয়ে দেয়। স্থানীয়রা জানিয়েছেন গত কয়েকদিন থেকে সরই ইউনিয়ন এলাকায় বন্যহাতির পাল লোকালয়ে হানা দিয়ে তাণ্ডব চালাচ্ছে।