বানিয়াচং-হবিগঞ্জ সড়কে লাশ ফেলে পালাতে গিয়ে ঘাতক আটক
বানিয়াচং-হবিগঞ্জ সড়কে লাশ ফেলে রেখে পালাতে গিয়ে অনিক পান্ডে (৩২) নামে এক যুবক পুলিশের কাছে আটক হয়েছেন। তিনি বানিয়াচং উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল কান্তি পান্ডের ছেলে।
শনিবার বিকেলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন তার ফোর্সসহ পথচারী মানুষের সহযোগিতায় অনিককে আটক করেন। এসময় তিন বছরের একটি মেয়েকে উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি অ্যাম্বুলেন্স বানিয়াচং উপজেলার রঘুচৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে জোনাকি আক্তারের (২২) লাশ একটি ছোট মেয়েসহ বানিয়াচং-হবিগঞ্জ সড়কের শুটকী নদীর পাশের সড়কে রেখে আমনের জমিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অনিক। এসময় পথচারীদের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ পালিয়ে যাওয়ার চেষ্টাকারী অনিক পান্ডেকে আটক করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বানিয়াচং থানায় মামলার প্রস্তুতি চলছিল।