বাজিতপুরে পিকআপ ভ্যান চাপায় পুলিশ কনস্টেবল নিহত
কিশোরগঞ্জের বাজিতপুরে পিকআপ ভ্যান চাপায় জাহিদুল ইসলাম (২০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল গণির ছেলে।
জাহিদ বাজিতপুর থানায় কনস্টেবল (নং-১১৫৩) হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার ভোররাতে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের উপজেলার পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বাজিতপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সারোয়ার জাহান নয়া দিগন্তকে জানান, ভোর রাতে ডিউটি করার সময় পিরিজপুর আমলিতলা এলাকায় জাহিদুল পুলিশের গাড়ি থেকে নামার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপর পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।