বাংলাদেশ-ভারত টি-২০ ম্যাচ নিয়ে শঙ্কা
দুই বছর আগের ঘটনা। ফিরোজ শা কোটলা স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা টেস্টের মধ্যে প্রবল বায়ুদূষণের কারণে ক্রিকেটারেরা মুখে ‘মাস্ক’ পরতে বাধ্য হন। অনেকে আবার অসুস্থ হয়ে পড়েছিলেন, যা নিয়ে প্রবল অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল ভারতীয় বোর্ডকে। এবার বাংলাদেশ-ভারত সিরিজেও যে সেই পরিস্থিতি হবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারছেন না।
সূচি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে ‘একিউআই’ (এয়ার কোয়ালিটি ইনডেক্স) দিল্লির আবহাওয়াকে ‘খুব খারাপ’ বলে চিহ্নিত করেছে। একিউআই-এর মান অনুযায়ী, রাজধানীর বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০। যা শ্বাসকষ্টের সাথে শারীরিক অসুস্থতারও কারণ হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, এই অবস্থায় ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ কেন দিল্লিতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হল?
যদিও এই বিষয় নিয়ে ভারতীয় বোর্ড এবং ডিডিসিএ (দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা) জানিয়েছে, রাজধানীর বায়ুদূষণ ক্রিকেটারদের উপরে কোনো প্রভাব ফেলবে না।
কিন্তু দুই বছর আগের সেই তিক্ত স্মৃতির পরেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, দিল্লির বাইরে অন্য কোনো মাঠে কেন ম্যাচ দেয়া হয় না?
এ ব্যাপারে বোর্ডের এক কর্মকর্তা পিটিআই’কে বলেছেন, ‘‘বাংলাদেশ দলের সফরসূচি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা দিল্লিতে প্রথম পা রাখবে এবং কলকাতা থেকে দেশে ফিরে যাবে। সেই অনুযায়ী সফরের প্রথম ম্যাচ উত্তরে রেখে ক্রমশ তাকে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিমে (নাগপুর, রাজকোট, ইনদওর) এবং দেশের পূর্ব প্রান্তে (কলকাতা)। মনে হয় না, বাংলাদেশ দলকে সমস্যায় পড়তে হবে।’’
দিল্লির আবহাওয়া দফতরের সচিব সি কে মিশ্র শনিবার সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘পাঞ্জাব এবং হারিয়ানা সরকারকে অনুরোধ করা হয়েছে কৃষকেরা এই সময় যেন জমির আগাছা না পোড়ান।’’
– আনন্দবাজার