বাংলাদেশ ব্যাংক থেকে ১,৫০০ কোটি টাকা ঋণ চায় বিমান

April 23 2020, 15:20

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির মাঝে নিজেদের কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ চেয়ে আবেদন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন বৃহস্পতিবার বলেন, বিমানের জন্য চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) হিসেবে এ অর্থ ঋণ চেয়ে তারা আবেদন করেছেন। তিনি জানান, ঋণ বিতরণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কোলার জারির পরের দিন তারা আবেদনটি করেন।

বিমানের এমডি বলেন, ‘আমার সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন করেছি। এটি ব্যাংকের হেড অফিসে করা হয়েছে।’

আবেদনটি সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে যাবে বলে তিনি উল্লেখ করেন।

কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের অধিকাংশ এয়ারলাইন্সই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : ইউএনবি