বাংলাদেশ দল কি পাকিস্তান সফরে যাবে?

March 14 2020, 13:17

একটি ওয়ানডে ও দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলতে এপ্রিল মাসে পাকিস্তানের করাচি যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাস কোভিড-১৯’র ভয়ঙ্কর বিস্তার ওই খেলা মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক এই অবস্থায় শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হুসেন পাপন বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত দুই এক দিনের মধ্যে জানানো হবে।

আগামি ৩ এপ্রিল করাচিতে বাংলাদেশের একমাত্র ওয়ানডে খেলার কথা। এছাড়া ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত একই শহরে টেষ্ট খেলার কথা রয়েছে।