বগুড়ায় দুই নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

May 09 2020, 17:02

বগুড়ায় দুই জন নারী পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এখন বগুড়া পুলিশ লাইন্সে আইসোলেশনে রয়েছেন। গত ২৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে তারা বগুড়ায় বদলি হয়ে আসেন। এ নিয়ে বগুড়ায় এখন করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৩৭ জন। এদের মধ্যে নয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । বর্তমানে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ও নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঢাকা থেকে বদলি হয়ে আসা তিন নারী কনস্টেবলকে পুলিশ লাইন্সে আলাদা রাখা হয়। এরপর নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৫৪টির মধ্যে ২টি পজিটিভ, জয়পুরহাটের ১১৭টির সব নেগেটিভ, সিরাজগঞ্জের ১৭টির মধ্যে একটি পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।