বগুড়ায় কবর খুঁড়ে ৩ গ্রেনেড ও ৬ স্থল মাইন উদ্ধার

October 27 2019, 04:44

বগুড়ার আদমদিঘি উপজেলায় শনিবার রাতে কবরের মাটি খুঁড়ে ৩টি গ্রেনেড ও ৬টি স্থল মাইন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা , ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে ব্যবহার করা হয়েছিল।

আদমদিঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, শনিবার সন্ধায় উপজেলার রামপুরা গ্রামের মৃত ছবের তালুকদারও মৃত মশিউর রহমান তালুকদারের পুরাতন কবরের ভেতর গ্রেনেড ও স্থল মাইন দেখতে পায় কয়েকজন শিশু। এরপর তারা লোকজনকে দেখালে তারা পুলিশকে খবর দেন। এরপর রাত সাড়ে ৯টায় ওই দুটি কবর খুড়ে সেগুলো উদ্ধার করা হয়।

এগুলোর গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে , ১৯৭১ সালে এগুলো ব্যবহার করা হয়েছে। বর্তমানে তা থানা হেফাজতে রয়েছে।