ফ্রান্সে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন করে করোনা রোগী হাসপাতালে ভর্তি

November 17 2020, 17:07

ফ্রান্সে করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছেন। আর এই লকডাউন নভেম্বরের শেষ পর্যন্ত চলবে।

চলতি নভেম্বর মাসে দেশটিতে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড দেখা দেয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ২৭ হাজার ২২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৯১ হাজার ২৩৩ আর মোট মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ৫৪ জন।

তবে আশঙ্কার বিষয় হলো দেশটিতে মোট আক্রান্তের তুলনায় সুস্থতার হার তুলনামূলক অনেক কম। এখন পর্যন্ত ফ্রান্সে মাত্র এক লাখ ৪০ হাজার ৮৮০ জন করোনা থেকে সুস্থ হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের হাসপাতালগুলোতে রীতিমতো কোভিড-১৯-এর দ্বিতীয় ধাক্কার বিরুদ্ধে লড়াই চলছে। দেশটিতে প্রতি ৩০ সেকেন্ডে একজন করে নতুন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, অনেক ডাক্তার ভাইরাসে সংক্রামিত হয়েও চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। ফরাসি সরকার নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। সূত্র : ওয়ার্ল্ডোমিটারস