ফ্রান্সে এক দিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত
ফ্রান্সে এক দিনে সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় সংক্রমিত হলো। রোববার সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।
ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১শ’ ১৬ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬১ জনে।
দেশটিতে সেপ্টেম্বরের প্রথমদিকে যারা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে আক্রান্তের হার ছিল ৪.৫ শতাংশ। এখন এ হার দাঁড়িয়েছে ১৭ শতাংশে।
এদিকে দেশটির সরকার রাত্রিকালীন কারফিউ জারির এলাকা আরো বাড়িয়েছে। বাসস