ফেসবুক পোস্ট : ডিজিটাল নিরাপত্তা আইনে ২ যুবক গ্রেপ্তার
ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ভুয়া ভিডিও ছড়িয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির অভিযোগে নাটোরের বড়াই গ্রাম থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে র্যাব-৫ এর সদস্যরা তাদের গ্রেফতার করে। তারা হলেন- মো. সোহেল শাহরিয়ার (২৬) ও মো. এনামুল হক (৩০)।
র্যাব জানায়, সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মনিটর, সিপিউ, মাইক্রোফোন, পেন-ড্রাইভ, ও রাষ্ট্রবিরোধী ইউটিউব ভিডিও-এর স্ক্রিনশট জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানায় র্যাব-৫।