ফেসবুকের বিরুদ্ধে কর্মীদের অফিসে আসতে বাধ্য করার অভিযোগ

November 19 2020, 04:49

বিশ্বব্যাপী ফেসবুকের ২০০ এর বেশি ফেসবুক কর্মী অভিযোগ করেছেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকা সত্বেও তাদের অফিসে আসতে বাধ্য করা হচ্ছে।

একটি খোলা চিঠিতে এ দাবি করা হয়। চিঠিতে বলা হয়, মুনাফা অক্ষুন্ন রাখতে ফেসবুক অকারণে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে। চিঠিতে এসব কর্মী তাদের বাড়ি থেকে কাজ করতে দেওয়ার আহ্বান জানান। পাশে ঝুঁকি ভাতাও চেয়েছেন তারা।

ফেসবুক অবশ্য জানিয়েছে, তাদের কন্টেন্ট রিভিউয়ারদের বড় একটি অংশ বাড়ি থেকেই কাজ করছে। কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের আলোচনা সৎভাবে হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। আমাদের ১৫ হাজার গ্লোবাল কন্টেন্ট রিভিউয়ারদের বেশিরভাগই বাড়ি থেকে কাজ করছে এবং মহামারীর সময়ে তারা বাড়ি থেকেই কাজ করবে।