ফের করোনার টিকার ট্রায়াল শুরু করেছে আস্ট্রাজেনেকা

September 13 2020, 01:24

ফার্মাসিউটিক্যালস জায়ান্ট আস্ট্রাজেনেকার করোনার টিকার ট্রায়াল আবারও শুরু হয়েছে। শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে ট্রায়াল স্থগিতের ঘোষণা দিয়েছিল ব্রিটিশ-সুইডিশ কোম্পানিটি। পরে টিকার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি করা হয়। ওই সময় একে আস্ট্রাজেনেকা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়মিত পদক্ষেপ বলে জানিয়েছিল।

শনিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে ট্রায়াল শুরুর ব্যাপারে তারা ব্রিটিশ নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে ইতিবাচক নির্দেশনা পেয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মেডিসিনস হেলথ রেগুলেটারি অথরিটি (এমএইচআরএ) নিরাপদ নিশ্চিতের পর আস্ট্রাজেনেকা অক্সফোর্ড করোনাভাইরাস টিকা, AZD1222- এর ক্লিনিক্যাল ট্রায়াল যুক্তরাজ্যে শুরু হয়েছে।’

আস্ট্রাজেনেকা বলেছে, কমিটি ‘তাদের তদন্ত শেষ করেছে এবং এমএইচআরএ-কে যুক্তরাজ্যে ট্রায়াল শুরু নিরাপদ বলে পরামর্শ দিয়েছে।’

বিশ্বে করোনার ৯টি টিকা শেষ ধাপের ট্রায়ালে রয়েছে। এর মধ্যে আস্ট্রাজেনেকার টিকাও রয়েছে।