ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকির জবাব দিলেন হামাস নেতা
গাজায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার সেখানে ইসরাইলের যেকোনো হঠকারী পদক্ষেপের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি ইহুদিবাদী নেতাদের উদ্দেশে বলেছেন, ইসরাইলি বাহিনী গাজার বিষয়ে কোনো ধরণের ভুল করলে প্রতিরোধ সংগ্রামীদের জবাবে অনুশোচনা করতে বাধ্য হবে। সম্প্রতি ইসরাইল গাজায় ফিলিস্তিনি নেতাদের হত্যার যে হুমকি দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে এসব কথা বললেন সিনওয়ার।
গত ২৬ ডিসেম্বর গাজার উত্তরে বেইত লাহিয়া-তে হামলা চালায়। এরপর ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতেয হুমকি দিয়েছেন, তারা হামাস নেতাদের হত্যার নীতি বাস্তবায়ন শুরু করবেন। দখলদার ইহুদিবাদী বাহিনী এর আগেও বহু ফিলিস্তিনি নেতাকে হত্যা করেছে।
২০১৯ সালের ১২ নভেম্বর ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আতাকে হত্যা করেছে দখলদার বাহিনী। গাজার পূর্বাঞ্চলে বাড়িতে হামলা চালিয়ে তাকে শহীদ করা হয়। সূত্র : পার্স টুডে