ফিলিপাইনে টাইফুন ফানফোনে নিহত ১৩
বড়দিনে ফিলিপাইনে টাইফুন ফানফোনের আঘাতে শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছে।
মঙ্গলবার রাতে দেশটিতে টাইফুন ফানফোন আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ মিটারেরও বেশি। কখনো ৯৩ মিটার ছাড়িয়ে গেছে।
বুধবার রাতে টাইফুনটি ফিলিপাইন ছেড়ে দক্ষিণ চীন সাগরে পড়েছে।
এদিকে নিহতের মধ্যে ১৩ বছরের এক শিশু রয়েছে। সে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এছাড়া একজন গাছের নিচে চাপা পড়ে এবং আরেকজন গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।
টাইফুনের কারণে ৫৮ হাজার মানুষকে গৃহহীন হয়ে পড়েছেন। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
– স্কাই নিউজ