ফারাবীর অবস্থার উন্নতি
মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলার শিকার হয়ে লাইফ সাপোর্টে থাকা তুহিন হোসেন ফারাবির অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তারা জানায়, সকাল থেকে ফারাবীর অবস্থার উন্নতি হচ্ছে। দীর্ঘ সময় অজ্ঞান থাকার পর সকালে তার জ্ঞান ফিরেছে। একটু একটু কথা বলতে পারছে ফারাবী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার আলাউদ্দিন বলেন, সকালে অবস্থার উন্নতি হওয়ায় ফারাবীর অক্সিজেন খুলে নেয়া হয়েছে। কথা বলতে পারছে সে। তার অবস্থা দেখে আমরা আইসিসি থেকে বেডে স্থানান্তর করব।
ফারাবির চাচা সাখাওয়াত হোসেন বলেন, আজ সকালে ফারাবির জ্ঞান ফিরেছে। একটু আধটু কথা বলতে পারছে সে। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
একইভাবে হামলায় ঘটনায়, নাজমুল হাসান, রবিউল, আমিনুলের অবস্থাও গুরুতর। আহত হয়ে হাসান আল মামুন, আতাউল্লাহ বেহেস্তি, রবিউল, মেহেদি হাসান, কামাল হোসেন সুমন, রাসেল, মঞ্জুর মোরশেদ মামুন, মশিউর রহমান, রাশেদ খান, আবু হানিফ, নাঈম আহসান, আদিব আরিফসহ অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।