ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

November 26 2019, 05:52

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।