ফরিদপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫
ফরিদপুরের সালথা উপজেলায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।
সোমবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় পুলিশ বাদী মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ইউসুফদিয়া বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের সমর্থক রাজিবের সাথে প্রতিপক্ষ এনায়েত হোসেনের সমর্থকদের কথা কাটাকাটির পর একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের মধ্যে পূর্বশত্রুতা চলছিলো।
এর জের ধরে রাত ৮টার দিকে উভয় পক্ষের সমর্থকরা ঢাল, কাতরা, সড়কি, ভেলা, রামদা ও ইটপাটকেল সহকারে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে এনায়েত হোসেন বলেন, বাড়ি ফেরার পথে ওয়াহিদুজ্জামানের সমর্থকরা আমার উপর হামলা চালানোর চেষ্টা করে। এসময় সংঘর্ষে আনিস, সাব্বির, শরিফুল ও রিপনসহ আমাদের ১০ জন আহত হন।