ফটিকছড়িতে সরকারি চাল চুরি, গ্রেফতার ৩

April 17 2020, 15:18

ফটিকছড়িতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল চুরির দায়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিক্রির সময় চার বস্তা চালসহ সরোয়ার জাহান বাবুল নামে এক ডিলারকেও আটক করেছে পুলিশ।

উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদীবাজার হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত সরোয়ার জাহান বাবুল ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। অন্য দুইজন হলেন, ডিলার বাবুলের কর্মচারী মোহাম্মদ খোকন (৩০) ও চাল ক্রেতা কবির আহমদ (৫০)।

জানা যায়, শুক্রবার সকালে কার্ডধারী নয় এমন লোকের কাছে চুরি করে সরকারি চাল বিক্রি হচ্ছে এমন তথ্য স্থানীয় জনতা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ঘটনাস্থলে যান। পরে চাল চুরির অভিযোগ প্রমাণিত হলে সরোয়ার জাহান বাবুলসহ দুই ব্যক্তিকে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন জানান, ওএমএসের চাল চুরির অপরাধে ডিলারসহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। ডিলার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।