ফটিকছড়িতে কিশোরী গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

November 08 2020, 16:09

চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চাঁনপুর এলাকায় প্রেমিককে বেঁধে রেখে আটজন মিলে গণধর্ষণ করেছে এক কিশোরীকে। শনিবার রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত আড়াইটার মধ্যেই এলাকার একটি বাগানে এ ঘটনাটি ঘটে। পরে থানা পুলিশ খবর পেয়ে প্রেমিক-প্রমিকাকে উদ্ধার করে।

এই ব্যাপারে ভিকটিম ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আটক করে ভূজপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন চানপুর গ্রামের মো. পারভেজ, মো. ইয়াসিন, মো. ফরিদ, সালাউদ্দীন ও আবুল মনসুর।

জানা যায়, চট্টগ্রামের অক্সিজেন থেকে প্রেমিক নাজিম তার প্রেমিকা রেখাকে তাদের গ্রামের বাড়ি ফটিকছড়ির ভূজপুরে নিয়ে যাওয়ার সময় পথে আটজন মিলে তাদের পথ রোধ করে ভিকটিমের প্রেমিক নাজিমকে গাছের সাথে বেঁধে ফেলে তার প্রেমিকাকে গণধর্ষণ করে।

এই বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: আবদুল্লাহ বলেন, ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিমের বাড়ি খাগড়াছড়িতে। তারা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ভিকটিক ষ্টারশিপ কোম্পানীর একটি কারখানাতে চাকরি করে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।