প্রধানমন্ত্রীর ৩১ দফা মেনে চলুন: কাদের

April 03 2020, 10:17

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার করোনাভাইরাস মোকাবিলায় দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা মেনে চলার আহ্বান জানিয়েছেন। নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় সামাজিক দূরত্ব মেনে নিজেদের সুরক্ষিত রাখতে আহ্বান জানান কাদের।

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবায় নবতর ব্যবস্থার উন্নতি করে চলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানবিক এই সংকটে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। সূত্র : ইউএনবি