প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আটক ১

June 19 2020, 06:22

কিশোরগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের ব্যঙ্গ চিত্রের মাধ্যমে কটূক্তি করার অভিযোগে মো. শিবলু মিয়া (৩৬) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৯ জুন) সকালে র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ আক্কাছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কটিয়াদী উপজেলার গচিহাটা বাজার এলাকা থেকে শিবলু মিয়াকে আটক করা হয়।

মোহাম্মদ আক্কাছ আলী বলেন, ‘‘জিয়া সৈনিক দল কটিয়াদী উপজেলা শাখা’ নামে ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে ব্যঙ্গ চিত্রের মাধ্যমে কটূক্তি, বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিল শিবলু মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দেশের চলমান আইনশৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিল।’’
কটিয়াদী থানায় আটক শিবলু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে আক্কাছ আলী জানান।