প্রতীক পেয়েই প্রচারণায় তাপস

January 10 2020, 12:33

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ডেমরা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। প্রতীক পাওয়ার পর শুক্রবার সকাল ১১টায় ডেমরা আমুলিয়া মডেল টাউন মী‌রেরবাগ এলাকা থেকে তিনি নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেছেন।

প্রথ‌মে তি‌নি ঢাকা ৭০ এবং ৬৯ নং ওয়াড হ‌য়ে প্রচারণা শুরু করেন। ডেমরা স্টাফ কোয়াটা‌রের সাম‌নে আ‌য়ো‌জিত পথ সভায় ‌তি‌নি ব‌লেন, আজ‌কে নৌকা প্রতীক নি‌য়ে আপনার সাম‌নে হা‌জির হ‌য়ে‌ছি। আমরা সক‌লে ঐক্যবদ্ধভা‌বে উন্নত ঢাকার প্রত্যয়ে কাজ কর‌তে চাই। আপনারা আমা‌কে নির্বা‌চিত কর‌লে প্রথম ৯০ দি‌নের ম‌ধ্যে প্লান নিয়ে কাজ শুরু কর‌বে। এখা‌নে প‌রিবহন সমস্যাসহ নানা সমস্যা আছে।

উন্নত ঢাকা গড়‌তে আমা‌দের পাঁচ‌টি লক্ষ র‌য়ে‌ছে। পাঁচ‌টি লক্ষ‌কে সাম‌নে রে‌খে আমরা কাজ কর‌বো। তি‌নি ব‌লেন, ২০৪১ সাল নাগাদ আমরা ঢাকা‌কে উন্নত ঢাকা হি‌সে‌বে গ‌ড়ে তুল‌বো। আপনপরা আমার বার্তা প্রতি‌টি ঘ‌রে ঘ‌রে নৌকা প্রতীক পৌ‌ছে দি‌বেন।

কথা দি‌তে পা‌রি নির্বা‌চিত হ‌লে আপনা‌দের সেবক হি‌সে‌বে পা‌শে থাক‌বো। নগর ভব‌নের দরজা শুধু এম‌পি ক‌মিশনার নয়, নগর ভব‌নের দরজা ঢাকাবাসীর জন্য উন্মুক্ত থাকবে।

গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো ঢাকা সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকা-১০ আসনের সাবেক এমপি শেখ ফজলে নূর তাপস। তি‌নি টানা তিনবার ওই আসন থেকে সংসদ সদস্য ছিলেন।