প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব

January 08 2020, 18:56

পদোন্নতি পেয়ে সচিব হয়েেেছন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মহাপরিচালক জিয়াউল হাসান। অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে সরকার তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করেছে।

অন্যদিকে,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলী করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি ও বদলির আদেশ দেয়া হয়।

জিয়াউল হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাবার আগে জিয়াউল হাসান,এনডিসি ২০১৮ সালের ৬ মার্চ হতে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। জিয়াউল হাসান বাংলাদেশ সিভিল সার্ভিস, প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি গোপালগঞ্জ কালেক্টরেটে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন উপজেলায় নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ রেশম বোর্ড, রাজশাহী’র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউল হাসান সরকারের যুগ্ম সচিব পদমর্যাদায় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। স্পারসো’তে যোগদানের পূর্বে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে দায়িত্ব পালন করেন।